ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

কান্নার ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ কামাল

২০২৫ আগস্ট ১১ ১০:২৪:৪২
কান্নার ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি সম্প্রতি কোনো ফেসবুক লাইভ করেননি এবং “লাইভে কাঁদলেন” — এমন শিরোনামে ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ড সম্পূর্ণ বিভ্রান্তিকর।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন,“আমি কোনো লাইভ করিনি। কান্নার তো প্রশ্নই আসে না। আমি কখনোই লাইভে এ ধরনের কোনো বক্তব্য দিইনি। কে এই ফটোকার্ড বানিয়েছে, বুঝতে পারছি না। আমি যদি কোনো কিছু প্রকাশ করি, সেটা আমার নিজস্ব চ্যানেল থেকেই হবে।”

তিনি জানান,“ইউটিউব ও ফেসবুকে আমার চারটি চ্যানেল রয়েছে। এর বাইরে কিছু নেই। অথচ একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে এই গুজব ছড়ানো হয়েছে, যেটা অনেকেই শেয়ার করেছেন।”

মাসুদ কামাল বলেন,“ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তারের পর থেকেই আমাকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে, এজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার জীবনে এমন কোনো অর্থনৈতিক সংশ্লিষ্টতা বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার ইতিহাস নেই। আমি সারাজীবন সাংবাদিকতাই করেছি।”

তিনি আরও বলেন,“অনেকেই বলেছে, কলিমউল্লাহ গ্রেপ্তার হয়েছেন, এখন আপনাকেও গ্রেপ্তার করা হবে। প্রশ্ন হচ্ছে, কেন? তার সঙ্গে আমার কোনো মিল নেই। কারো মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু সেটার মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে।”

২০২২ সালের সেপ্টেম্বর মাসে মাসুদ কামাল সাংবাদিকতা থেকে অবসর গ্রহণ করেন। তবে বিভিন্ন টকশো ও রাজনৈতিক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো গুজব কিংবা মিথ্যা প্রচারণা তাঁকে থামাতে পারবে না, এবং তিনি সবসময় সত্য ও বাস্তবতার পক্ষে কথা বলবেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে