ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

রাজনীতি নিয়ে মুখ খুলে বিপাকে ফারিয়া

২০২৫ আগস্ট ০২ ১৪:৫৮:২২
রাজনীতি নিয়ে মুখ খুলে বিপাকে ফারিয়া

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সরব হয়েছেন। দীর্ঘদিন কোনো নতুন কাজ না করলেও, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ফারিয়া লিখেছেন,“এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না।”

স্ট্যাটাসে ফারিয়া অভিযোগ করেন, দেশের একদল ক্ষমতাবান অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ জনগণ রাজনৈতিক বিভক্তির মাঝখানে দাঁড়িয়ে শুধু দর্শকের ভূমিকা পালন করছে। তার ভাষায়:“এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে ‘জুলাই সিডিআই’ লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে।”

তিনি লেখেন,“মাঝখানে আমরা, সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।”

শবনম ফারিয়া জানান, রাজনৈতিক মত প্রকাশ করার পর তাকে কেউ ‘ডলার খাওয়া লাল স্বাধীনতার সমর্থক’, আবার কেউ ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ বলে আক্রমণ করছেন।

সবশেষে তিনি প্রশ্ন তোলেন,“এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?”

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর দরবারে দোয়া করেন—“রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”

এই স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ ফারিয়ার বক্তব্যকে দেশের বাস্তবতা হিসেবে গ্রহণ করলেও, অনেকেই মনে করছেন জনপরিচিত একজন মানুষের বক্তব্য আরও দায়িত্বশীল ও পরিমিত হওয়া উচিত ছিল।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে শবনম ফারিয়া সোচ্চার হয়েছেন, তবে এবারের রাজনৈতিক বক্তব্য ঘিরে প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে