ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

ভারতের প্রভাব নিয়ে মুখ খুললেন পিনাকী ভট্টাচার্য 

২০২৫ জুলাই ২৬ ১১:৩৬:১৬
ভারতের প্রভাব নিয়ে মুখ খুললেন পিনাকী ভট্টাচার্য 

নিজস্ব প্রতিবেদক: লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তার সাম্প্রতিক এক ভিডিও বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ এবং বিরোধী দলের ভূমিকাসহ দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, "হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা এক জিনিস নয়"—এমন বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন, কেবল ব্যক্তিবিশেষ নয়, সিস্টেম বিরোধিতাই হতে হবে মূল লক্ষ্য।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, শেখ হাসিনার বিরোধিতা মানেই ফ্যাসিবাদ বিরোধিতা নয়। তার মতে, যারা কেবল শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন কিন্তু একইসঙ্গে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন, তারা প্রকৃত ফ্যাসিবাদ বিরোধী নন।

তিনি বিএনপির ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ ও সংসদে যোগদানের কঠোর সমালোচনা করে বলেন,“তারা একটি অবৈধ সরকারের অংশ হয়ে গিয়েছিল পরে ২০২২ সালে পদত্যাগ করলেও এর মাধ্যমে সরকারকে বৈধতা দিয়েছিল।”

পিনাকীর মতে, জনগণের আন্দোলনের মাধ্যমে গঠিত এই সরকার ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন:

তিনি অভিযোগ করেন,“শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের মতো আমলারা রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন—যেটা গণতান্ত্রিক নীতির পরিপন্থী।”সরকারি উপদেষ্টারা জনগণের প্রতিনিধি নন বরং ক্ষমতার ভোগী হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি।

পিনাকী বলেন,“বাংলাদেশে ভারতের ডাক্তার এনে চিকিৎসা করানো, কলকাতায় ইলিশ পাঠানো এবং ভারত ঘনিষ্ঠ পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ—এসব ভারতের রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত।” তিনি আশঙ্কা করেন, এই প্রভাব দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি যৌনকর্মীদের জন্য ২ কোটি টাকার বাজেট বরাদ্দকে সমালোচনা করে বলেন,“এই অর্থ যদি পরিশ্রমী গার্মেন্টস শ্রমিকদের দেওয়া হতো তবে সেটা বেশি যৌক্তিক হতো।”

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে বিলম্ব নিয়েও তিনি প্রশ্ন তোলেন,“১১ মাস পর একজন বিচারপতিকে গ্রেপ্তার করা হলে জনগণের বিচার ব্যবস্থার ওপর আস্থা কীভাবে থাকবে?”

পিনাকীর মতে, বামপন্থী সংগঠনগুলো আওয়ামী লীগ সরকারের সময়কালে অপেক্ষাকৃত নিরাপদ ছিল এবং সমালোচনার সুযোগ পেয়েছে। তবে বিএনপি এবং ছাত্রদলসহ জাতীয়তাবাদী রাজনীতির কর্মীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়েও তিনি তির্যক মন্তব্য করেন,“নুর একসময় শেখ হাসিনার মধ্যে তার মায়ের ছায়া দেখতেন। এখন তিনিই সরকারবিরোধী। এটাই রাজনৈতিক দ্বিচারিতা।”

পিনাকী ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন,“যদি এই সরকার তাদের ব্যর্থ উপদেষ্টাদের সরিয়ে একটি জাতীয় ঐক্যমূলক সরকার গঠন না করে তবে পতন অবশ্যম্ভাবী।”

তিনি যোগ করেন,এই মুহূর্তে যদি আমরা ভারতঘেঁষা নীতির বাইরে না আসি, তাহলে জনগণের আস্থাও আর ফিরবে না।”

সবশেষে তিনি বলেন,“ইন্ডিয়ার কাছে নতজানু হলে আপনাদের পিঠের চামড়া থাকবে না।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে