ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সচিবালয় আন্দোলনের নেতৃত্বে বিভাজন, দখল-বাণিজ্যের অভিযোগ

২০২৫ জুলাই ০৪ ০০:১০:১৮
সচিবালয় আন্দোলনের নেতৃত্বে বিভাজন, দখল-বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫' বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। আন্দোলনকারীরা এখন দুটি গ্রুপে বিভক্ত, যাদের মধ্যে রাজনৈতিক বিভাজন, আধিপত্য বিস্তার এবং দখল-বাণিজ্যের অভিযোগ প্রকাশ্যে এসেছে।

একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন নুরুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম, যারা বিএনপি-ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন বাদিউল কবীর ও নিজাম উদ্দিন, যারা জামায়াত-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই দুই গ্রুপ শুরুতে অধ্যাদেশ বাতিলের দাবিতে সম্মিলিতভাবে আন্দোলন করলেও এখন তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে।

উভয় পক্ষ যখন আন্দোলন শুরু করেন, তখন দুই গ্রুপের আন্দোলন অভিন্ন পথে অগ্রসর হয়। আন্দোলনের মাত্রা যখন বৃদ্ধি পায়, তখন সরকার আইন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করে। কমিটি সংশোধনের প্রস্তাব দিলেও আন্দোলনকারীদের মধ্যে ঐক্য থাকায় উভয় পক্ষ পূর্ণ বাতিলের দাবিতে অনড় থাকে। কিন্ত পরবর্তীতে সেই ঐক্যে ফাটল ধরতে থাকে।

গত ২৪ জুন সচিবালয়ের ক্যান্টিনে হামলার ঘটনায় নুরুল ইসলামসহ পাঁচজন আহত হওয়ার পর বিভেদ আরও প্রকট হয়। 'নুরুল-মোজাহিদ' অংশের অভিযোগ, এই হামলা পরিকল্পিত ছিল এবং হামলার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এই ঘটনার পর থেকেই আন্দোলন কিছুটা শিথিল হয়ে পড়ে।

অন্যদিকে, বাদিউল গ্রুপের নেতা নিজাম উদ্দিন অভিযোগ করেছেন, 'নুরুল-মোজাহিদ' গ্রুপ সচিবালয়ের ক্যান্টিন ও সমবায় সমিতিসহ বিভিন্ন স্থাপনা দখল করে আছে এবং এই দখলের জন্য তারা বিএনপির নাম ব্যবহার করছে। তিনি 'হাতুড়ি লীগ' নামে একটি নতুন শক্তির উত্থানের অভিযোগও করেছেন। নিজাম উদ্দিনের দাবি, তারা বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতিকে 'দখলমুক্ত' করেছেন।

নুরুল ইসলাম গ্রুপের নেতা সোহরাব হোসেন এ দাবি অস্বীকার করে বলেছেন, তারা সমবায় সমিতির নতুন কমিটির অনুমোদন পেয়েছিলেন এবং দায়িত্ব বুঝে নিয়েছিলেন। তার অভিযোগ, বাদিউল কবীরের নেতৃত্বাধীন একটি অংশ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, যারা 'আওয়ামীপন্থিদের পুনর্বাসনের অংশ' হিসেবে কাজ করছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে