ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

২০২৫ মে ২২ ১০:২৯:০৮
শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের ‘অহেতুক’ ও বিধিবহির্ভূত আবেদন ঠেকাতে কঠোর অবস্থানে গেছে শিক্ষা মন্ত্রণালয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষা সচিবের কাছে সরাসরি আবেদন করলে শাস্তির মুখোমুখি হতে হবে—এমন বার্তা দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এমপিও (মাসিক বেতন আদেশ) সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন সমস্যার সমাধান বা প্রতিকার চেয়ে শিক্ষকদের সরাসরি আবেদন করার প্রবণতা বেড়েছে। এতে বিভাগের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং নিয়ম মেনে আবেদন নিষ্পত্তি সম্ভব হচ্ছে না।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা যদি অনুমোদিত পদ্ধতি ছাড়া সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ কারণে সবাইকে নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও কার্যকর করা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে