ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

স্টারলিংক সংযোগ নিতে যা করতে হবে

২০২৫ মে ২১ ২৩:১৩:৪৫
স্টারলিংক সংযোগ নিতে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি তিন মাসের জন্য পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা চালু করেছে এবং স্থানীয় গ্রাহকদের জন্য দুটি প্যাকেজ অফার করছে।

স্টারলিংকের ইন্টারনেট সংযোগ পেতে চাইলে সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্যাকেজ অর্ডার করা যাবে। এ ছাড়া দেশের ছয়-সাতটি অনুমোদিত লজিস্টিক প্রতিষ্ঠান এই সেবার সরঞ্জাম সরবরাহে সহায়তা করবে।

স্টারলিংক বাংলাদেশে নিজস্ব গ্রাউন্ড স্টেশন তৈরি না করলেও স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলবে।

স্টারলিংকের সংযোগ যেভাবে পাবেন

স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থার তিনটি মূল উপাদান হলো: গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট এবং গ্রাহকের রিসিভার অ্যান্টেনা। গ্রাহকের কাছে সরবরাহ করা স্ট্যান্ডার্ড কিটে থাকে—একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় ক্যাবল।

কিটটি স্থাপন করা বেশ সহজ। খোলা আকাশের নিচে স্যাটেলাইট ডিশ স্থাপন করে সংযোগ দিলেই ইন্টারনেট ব্যবহার শুরু করা যাবে।

বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন স্থাপনের কাজ চলমান থাকায়, আপাতত সংযোগ পেতে হলে ব্যবহারকারীকে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Residential’ ও ‘Roam’ নামে দুটি অপশন পাওয়া যায়। বাংলাদেশ সরকার এখনো ‘Roam’ অর্থাৎ ভ্রাম্যমাণ ইন্টারনেট সেবার অনুমোদন দেয়নি, তাই ব্যবহারকারীদের ‘Residential’ অপশন বেছে নিতে হবে।

সেখানে ‘Order Now’ বাটনে ক্লিক করে নিজের ঠিকানা দিয়ে দেখতে হবে ওই এলাকায় সেবা পাওয়া যাচ্ছে কি না। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করে ‘Place Order’ ক্লিক করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। এরপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিতে হবে এবং হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণত তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিট গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে।

স্টারলিংক একটি ৩০ দিনের ট্রায়াল অপশনও চালু রেখেছে, যেখানে ব্যবহারকারী সেবায় সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তবে বাংলাদেশে এই ট্রায়াল সুবিধাটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে