ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

রাত পোহালেই রোবটিক চিকিৎসার যুগে প্রবেশ করবে বাংলাদেশ

২০২৫ মে ২০ ২২:১২:৫৬
রাত পোহালেই রোবটিক চিকিৎসার যুগে প্রবেশ করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বুধবার (২০ মে)। এটি শুধু একটি পুনর্বাসন ইউনিট নয়, বরং প্রযুক্তি ও মানবসেবার এক অনন্য সমন্বয়।

বিশেষভাবে জুলাইয়ের গণআন্দোলনে আহত, শহীদ ও জীবিত যোদ্ধাদের পুনর্বাসনের জন্য এই সেন্টার নির্মিত হয়েছে। প্রতিদিন প্রায় ৩০০ রোগী এখানে আধুনিক রোবোটিক থেরাপি সেবা পাবেন।

সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আধুনিক প্রযুক্তির প্রয়োগ

রোবোটিক রিহ্যাব সেন্টারে থাকছে ৬২টি উন্নত থেরাপি ইউনিট, যার মধ্যে ২২টি চালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে। থাকবে রোবোটিক গেইট ট্রেইনিং, এক্সোস্কেলিটন থেরাপি, রোবোটিক আর্ম রিহ্যাব, নিউরোফিডব্যাক সিস্টেম, ভার্চুয়াল রিয়েলিটি থেরাপি, ফিঙ্গার মোবিলাইজার ও ব্যালান্স সিমুলেটরসহ নানা অত্যাধুনিক যন্ত্রপাতি।

এই প্রযুক্তিগুলো পক্ষাঘাতগ্রস্ত, স্ট্রোক-আক্রান্ত, মেরুদণ্ড বা নার্ভ ইনজুরিতে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুলাই আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই সেন্টারে জুলাই আন্দোলনে আহতদের জন্য থাকবে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা। রোবোটিক থেরাপির মাধ্যমে হাঁটার আশা ফিরে পেয়েছেন অনেক আহত তরুণ। তাদের মতে, এটি শুধু শরীর নয়, মনকেও নতুন করে বাঁচতে শেখাচ্ছে।

জনবল ও আন্তর্জাতিক সহায়তা

চীনের সহায়তায় স্থাপিত এই সেন্টারের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও নার্সদের একটি দল চীনে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে দুই চীনা বিশেষজ্ঞ স্থানীয়দের আরও প্রশিক্ষণ দিচ্ছেন। এতে দেশের স্বাস্থ্যব্যবস্থায় দক্ষতা ও আত্মনির্ভরতা বাড়বে।

স্বাস্থ্য খাতে সম্ভাবনার নতুন দিগন্ত

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ দেশের পুনর্বাসন চিকিৎসা ও ফিজিওথেরাপি খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। ভবিষ্যতে নিউরো-রিহ্যাব প্রশিক্ষণ, গবেষণা এবং বিশেষায়িত চিকিৎসার কেন্দ্র হিসেবেও এটি গড়ে উঠতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শাহিনুল আলম জানান, রোবোটিক রিহ্যাব সেন্টার শুধু চিকিৎসা নয়, বরং গবেষণা ও এভিডেন্স-ভিত্তিক স্বাস্থ্যসেবারও একটি মডেল হবে। পূর্বাচলে ২০০ বিঘা জমিতে আন্তর্জাতিক মানের গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের জন্য আবেদন করা হয়েছে।

এই সেন্টার দেশের প্রথম সুপার স্পেশালাইজড চিকিৎসা কেন্দ্র হওয়ার পথে এক বিশাল অগ্রগতি— যা ভবিষ্যতের জন্য আশা ও আত্মবিশ্বাস জোগাচ্ছে।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে