ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

টিএনজেড গ্রুপের শ্রমিকদের আন্দোলনে সরকারের বড় সিদ্ধান্ত

২০২৫ মে ২১ ০৯:৩৭:৪২
টিএনজেড গ্রুপের শ্রমিকদের আন্দোলনে সরকারের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধে মালিকের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজধানীর কাকরাইল মোড়ে টিএনজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শ্রমিকের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তসমূহ:

১. টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএস এলাকায় মালিকের বাড়ি বিক্রি করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হবে।

২. পাওনা পরিশোধে ঐকমত্যে পৌঁছানোয়, শ্রমিক নেতারা কাকরাইলের শ্রম ভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন।

মালিক বিদেশে পালিয়ে থাকায়, তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পরিচালক ও ব্যবস্থাপনায় জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

টিএনজেড গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টরকে শ্রমিকদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত সরকারি হেফাজতে রাখা হবে।

২০ মে মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন টিএনজেড গ্রুপের আট প্রতিষ্ঠানের অন্তত ৫০০ শ্রমিক। বকেয়া বেতন, সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

বিকেল ৩টার দিকে ‘মার্চ টু যমুনা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে তারা শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-র দিকে যাত্রা শুরু করলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

শ্রমিকদের দাবির মুখে সরকারের এ ধরনের পদক্ষেপ শ্রমিক স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে