ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

২০২৫ মে ২১ ১১:১৭:৩৮
বিসিএস পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবার চাকরিপ্রার্থীদের জন্য চালু করতে যাচ্ছে ‘ইউনিক আইডি’ সিস্টেম। ফলে, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপেই প্রাপ্ত নম্বর দেখা যাবে নিজের প্রোফাইলেই, আর আলাদা করে আবেদন করার ঝামেলা থাকবে না।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এক সাক্ষাৎকারে বলেন,“নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে ইউনিক আইডির মাধ্যমে প্রার্থীরা নিজের প্রাপ্ত নম্বর ও ফলাফল দেখতে পারবেন। একই আইডি দিয়েই ক্যাডার ও নন-ক্যাডার—দুই ক্ষেত্রেই আবেদন করা যাবে।”

একবার রেজিস্ট্রেশন করলেই সব আবেদন একই প্রোফাইল থেকে

প্রিলি, লিখিত, ভাইভার স্কোর দেখা যাবে সরাসরি

আগের মতো কষ্ট করে নম্বর জানার জন্য আবেদন করতে হবে না

ভবিষ্যতে প্রিলিতে উত্তীর্ণ প্রার্থীদের ২-৩ বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা

৪৮তম হবে বিশেষ বিসিএস: আসছে চিকিৎসক ও প্রভাষক নিয়োগ!

পিএসসি জানিয়েছে, ৪৮তম বিসিএস হবে একটি বিশেষ বিসিএস।

চিকিৎসক পদে নেওয়া হবে ৩,০৩০ জন

প্রভাষক (শিক্ষা ক্যাডার) পদে ৬৮৩ জন নিয়োগ দেওয়া হবে

কিন্তু এই নিয়োগ হবে একটি বিজ্ঞপ্তিতে নাকি আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে, তা এখনও চূড়ান্ত হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধ ও বিধিমালার সংশোধন শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মে মাসেই শেষ হবে ৪৪তম বিসিএসের ভাইভা, আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য ।

এতে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ পাবেন, যার মধ্যে:

প্রশাসন: ২৫০

শিক্ষা ক্যাডার: ৭৭৬

টেকনিক্যাল ক্যাডার: ৪৮৫

পুলিশ, পররাষ্ট্র, কর, আনসার, ডাকসহ আরও ১০+ ক্যাডারে নিয়োগ

সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিশেষ বিসিএসে ১,০৪৭ জন প্রভাষক নিয়োগ পেয়েছিলেন। পরে শিক্ষায় আলাদা বিসিএস আর হয়নি। তবে চিকিৎসকদের জন্য ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএস-এ মোট ৯,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে