ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টাদের বিরুদ্ধে মুখ খুললেন ইশরাক হোসেন

২০২৫ মে ২১ ০৯:২৬:৫৭
উপদেষ্টাদের বিরুদ্ধে মুখ খুললেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ইশরাক লিখেছেন,“গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ এটি প্রতীয়মান হচ্ছে যে, আপনারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এমনকি ভবিষ্যতে সরাসরি যুক্তও হতে পারেন। আপনারা নির্বাচন করবেন—এ ধারণাও অমূলক নয়। সেক্ষেত্রে পদত্যাগই কি সবচেয়ে যুক্তিযুক্ত ও সম্মানজনক পদক্ষেপ নয়?”

তিনি আরও উল্লেখ করেন,“আপনাদেরই সহকর্মী নাহিদ ইসলাম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি চাইলে মন্ত্রীত্ব বজায় রেখে রাজনৈতিক দলে যোগ দিতে পারতেন, কিন্তু সে পথে না হেঁটে নৈতিক অবস্থান নিয়েছেন। অতীতে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের মতো নেতারাও মন্ত্রিত্ব না নিয়ে সরাসরি রাজনীতি করেছেন।”

ইশরাক মনে করেন, তাদের পদত্যাগ বর্তমান সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। তিনি লিখেন,“পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে যোগ দিলে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের জন্য আরও ভালো কাজ করার সুযোগ তৈরি হবে।”

পোস্টে আরও বলেন,“ক্ষমতা ধরে রাখলে আপনাদের ওপর দলীয় চাপ আসবেই। তখন নিরপেক্ষ থাকা সম্ভব হবে না। ফলাফল হবে—কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে ইশরাক আরও লেখেন,“আজ হয়তো বলবেন, আমি নিজেও ক্ষমতার লোভে অবৈধ মেয়র হতে আন্দোলনে থেকেছি। তবে তখন আমার সামনে আর কোনো পথ ছিল না। আমি বুঝিয়ে দিতে চেয়েছি আপনাদের ভুল পথচলা দেশের জন্য ক্ষতিকর।”

তিনি শেষ পর্যন্ত স্পষ্ট করেন,“আপনাদের পদত্যাগের দাবি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং প্রশ্ন হচ্ছে—আপনারা এখনও কেন পদে থাকতে চাইছেন?”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে