ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ইশরাক প্রসঙ্গে সর্বশেষ যা বললেন উপদেষ্টা আসিফ

২০২৫ মে ২০ ২১:৫৬:৩৮
ইশরাক প্রসঙ্গে সর্বশেষ যা বললেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইশরাকের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেছেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (২০ মে) সাভারের জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “সরকার একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে কাজ করে। এখানে কেউ ব্যক্তিগতভাবে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন না। ইশরাকের বিষয়েও ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই আসে না। যেহেতু বিষয়টিতে আইনি জটিলতা রয়েছে এবং আদালতের শুনানি প্রক্রিয়াধীন, তাই আমার ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই।”

তিনি আরও জানান, “আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা মতামত চেয়েছি। তারা যে মতামত দেবে, সেটির ভিত্তিতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে