ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পাকিস্তানকে নিয়ে মুখ খুললো চীন

২০২৫ মে ১১ ০৯:২৮:২২
পাকিস্তানকে নিয়ে মুখ খুললো চীন

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে অবশেষে শনিবার (১০ মে) যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সমঝোতা হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই পাকিস্তানের সংযমের প্রশংসা করে বিবৃতি দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

পাকিস্তানি দৈনিক ডন-এর লাইভ প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে তাকে জানিয়েছেন, চীন চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও পাকিস্তানের দায়িত্বশীল মনোভাব এবং সংযমের প্রশংসা করছে।

ওয়াং ই পাকিস্তানকে “সর্বকালের কৌশলগত সহযোগী” এবং ‘আয়রন ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করে বলেন, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় চীন পাকিস্তানের পাশে থাকবে।

চীনা ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীরা ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ প্রকাশিত পোস্টে জানিয়েছে, উভয় পক্ষ আগামী দিনগুলোতে আলোচনার ধারা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

এর আগে শনিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি—ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান ও নেতৃত্বের জন্য উভয় পক্ষকে অভিনন্দন।”

পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও নিশ্চিত করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ বন্ধে সমঝোতায় পৌঁছেছে।

তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও ভারত অভিযোগ করেছে, পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে