ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

তিন বহুজাতিক কোম্পানির কারণে চাঙ্গাবাজারে ছন্দপতন

২০২৫ মার্চ ১৯ ১৪:৫১:৫৮
তিন বহুজাতিক কোম্পানির কারণে চাঙ্গাবাজারে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোববার ও সোমবার নেতিবাচক পতন প্রবণতায় লেনদেন করার পর তৃতীয় কর্মদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় অগ্রসর হয়। কিন্তু আজ চতুর্থ কর্মদিবস বুধবার (১৯ মার্চ) উত্থানের বাজার ফের নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন উভয় বাজারের লেনদেন উত্থানের আভাস দিয়ে শুরু হয়। লেনদেনের প্রথম ভাগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে লেনদেনও হয়।

কিন্তু তারপর থেকেই সূচকের অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে ডিএসইর সূচক আগের দিনের কাছাকাছি নেমে যায়। তারপর দিনভর সূচক বৃদ্ধি পাওয়ার প্রয়াস লক্ষ্যও করা যায়। কিন্তু কোনভাবেই সূচক আর ওপরে উঠতে পারেনি। শেষবেলায় সূচক পতনের বৃত্তেই অবস্থান নেয়।

আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় তিন পয়েন্ট কমে যায়। এই পতনের পেছনে তিন বহুজাতিক কোম্পানির দায়ভার দেখা যায়। যাদের শেয়ার নেতিবাচক থাকার কারণে ডিএসইর প্রধান সূচকে টান পড়ে ৫ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো-গ্রামীণফোন, রবি আজিয়াটা ও লাফার্জ হোলসিম সিমেন্ট। এই তিন বহুজাতিক কোম্পানির মধ্যে গ্রামীণফোন আজ ডিএসইর সূচক কমিয়েছে ২.৬৭ পয়েন্ট, রবি আজিয়াটা ১.৩৮ পয়েন্ট ও লাফার্জ হোলসিম সিমেন্ট ১.২২ পয়েন্ট।

কোম্পানিগুলোর মধ্যে আজ গ্রামীণফোনের দাম কমেছে ১ টাকা ৫০ পয়সা, রবি আজিয়াটারি ২০ পয়সা ও লাফার্জ হোলসিমের ৮০ পয়সা। সূত্র: আমারস্টক।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে