ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এনআইডি তথ্য ফাঁস রোধে নতুন সিদ্ধান্ত: ডিজি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:২৮:৪৭
এনআইডি তথ্য ফাঁস রোধে নতুন সিদ্ধান্ত: ডিজি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, এখন থেকে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার থেকে কোনো প্রতিষ্ঠান সরাসরি নাগরিকদের তথ্য পাবে না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

ডিজি হুমায়ুন কবির বলেন, "আগে প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডি তথ্য সরাসরি চলে যেত, কিন্তু এখন আমরা অনলাইনে তথ্য যাচাই করব। এর মাধ্যমে নাম ও জন্মতারিখের সঙ্গে মিলিয়ে 'ম্যাচ' বা 'নো ম্যাচ' জানিয়ে দেব।"

তিনি আরও জানান, এনআইডি সেবা চুক্তি বাতিলের পর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ কয়েকটি প্রতিষ্ঠানে তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত হয়েছে, যা বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি, এনআইডির তথ্য সুরক্ষিত রাখার জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর প্রতি নজরদারি কঠোর করা হবে এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় সিস্টেম চেক করা হবে।

এনআইডি ডিজি বলেন, "এখন থেকে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের সিস্টেমে কোনো ত্রুটি পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে