ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশ-ভারত সম্মেলন : গুরুত্ব পাবে যেসব বিষয়

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১০:৫৫:১৪
বাংলাদেশ-ভারত সম্মেলন : গুরুত্ব পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যকার ৫৫তম সীমান্ত সম্মেলন। এই সম্মেলনটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্মেলনে গুরুত্ব পাবে কয়েকটি বিষয়, যার মধ্যে অন্যতম হলো:

ভারতের সীমান্তে বেড়া নির্মাণ: বাংলাদেশ সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ একটি আলোচিত বিষয়। বাংলাদেশ এর আগে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

বিএসএফ এবং বেসামরিকদের ওপর হামলা: সাম্প্রতিক সময়ের মধ্যে বিএসএফের কিছু কার্যক্রম নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে বিএসএফ এবং বেসামরিক জনগণের মধ্যে সংঘর্ষ এবং হামলার ঘটনা।

বর্ডার সম্পর্কিত অন্যান্য সমস্যা: সীমান্তে উভয় পক্ষের সম্পর্ক এবং সমন্বয়ের উন্নতি সাধনও এই সম্মেলনের আলোচ্য বিষয় হবে।

এই সম্মেলনে বিজিবির প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্বে থাকবেন মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী। ভারতের বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধান এবং উভয় বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের প্রচেষ্টা।

এটি গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক আলোচনা পরবর্তী প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

বাংলাদেশ এবং ভারতের সীমান্ত প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে পশ্চিমবঙ্গে ২,২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, আসামে ২৬২ কিলোমিটার এবং মিজোরামে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।

গত বছর বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্ত হত্যাকাণ্ড এবং বেড়া নির্মাণের বিষয়ে উদ্বেগ জানায়, এবং ভারত জানিয়েছে, সীমান্তে বেড়া নির্মাণের সময় সব প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে