ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য সুখবর

২০২৫ জানুয়ারি ২৫ ১৬:৩২:৪১
ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক পর্যায়ের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। তাদের প্রস্তাবনায় বলা হয়েছে, আগামীতে সর্বোচ্চ ২০ শতাংশ দাম কমানো হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে, বর্তমানে ৫০০ টাকায় ৫ এমবিপিএস সংযোগ গ্রাহকরা ১০০ টাকা কমে ৪০০ টাকায় পেতে পারেন।

বর্তমানে দেশে ৬,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে ৪০ শতাংশই ব্যবহৃত হয় ব্রডব্যান্ড সেবায়, যা এক কোটি ৩৭ লাখ গ্রাহক ব্যবহার করছেন। বিটিআরসি ২০২১ সালে ৫ থেকে ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগের জন্য তিনটি ক্যাটাগরি নির্ধারণ করে, যার দাম ছিল ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এই দামের মধ্যে সেবা দেওয়া হচ্ছিল গত সাড়ে তিন বছর ধরে।

বিটিআরসির চেয়ারম্যান, মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলছেন। ২০২৩ সালের ৩ ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাবনা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে, ৫০০ টাকার ৫ এমবিপিএস সংযোগ ৪০০ টাকা, ১০ এমবিপিএসের ৮০০ টাকা থেকে ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের ১,২০০ টাকা থেকে ১,১০০ টাকায় পাওয়া যাবে।

এদিকে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেট সেবাদাতাদের ওপর চাপ বাড়বে, যা মানসম্মত সেবা প্রদানেও বিঘ্ন সৃষ্টি করতে পারে।

এছাড়া, ৯ জানুয়ারি ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা ২২ জানুয়ারি তীব্র সমালোচনার পর প্রত্যাহার করা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে