ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘এমপি হওয়ার জন্য ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে’

২০২৫ জানুয়ারি ১৮ ২০:৪০:৪৩
‘এমপি হওয়ার জন্য ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, সংসদ সদস্য হওয়ার জন্য খরচ করতে গিয়ে অনেকেই দুর্নীতির অমানবিক চক্রে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, "আগের সরকারের সময়ে এমপি হওয়ার জন্য ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে।"

শনিবার (১৮ জানুয়ারি) 'শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্বে এ কথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরের চীন মৈত্রী সম্মেলনে আয়োজিত এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যেখানে সহযোগিতা করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটি।

শামীম হায়দার উল্লেখ করেন, "রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। টাকার প্রতি লোভের কারণে দুর্নীতি সংগঠিত হয়। এমপি হতে কত টাকা খরচ হয়? ৫০ লাখ, ১ কোটি, এমনকি ৩০০ কোটি পর্যন্তও লাগে। ৫ কোটি টাকার মধ্যে এমপি হওয়া লোকের সংখ্যা অত্যন্ত কম। অধিকাংশ এমপি ১০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে খরচ করেন এবং আরও অনেকেই ২০০ কিংবা ৩০০ কোটি টাকারও বেশি খরচ করেন। তারা যে টাকা খরচ করে, তার পেছনে তাদের আগ্রহ অবশ্যই থাকে— আর তা দুর্নীতির সাথে সম্পর্কিত।"

তিনি জানান, যদি শূন্য টাকায় এমপি হওয়ার সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে তরুণ প্রজন্মের সদস্যরা সৎ হয়ে উঠবেন। এ ছাড়া, যদি এমপি হওয়ার জন্য ডোনেশন দেওয়া আবশ্যক হয়, তবে এমপিরা নির্বাচনের পরে সেই ব্যবসায়ীদেরই সুবিধা প্রদান করবেন।

শামীম হায়দার বলেন, এমপিরা দেশের বাজেটের সামান্য একটি অংশ বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রী ৯৯ শতাংশের বেশি বাজেট বাস্তবায়ন করেন, আর এমপিরা ১ শতাংশের কম। এমপি, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মিলিয়ে বাজেটের ৫ হাজার কোটি টাকার হ্যান্ডেল করে।

তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকট সম্পর্কে বলেন, মূল্যস্ফীতি প্রচণ্ড বেড়ে গিয়েছে, এবং এর জন্য বর্তমান সরকার দায়ী নয়। তবে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। কাজের সংকট রয়েছে এবং টিসিবির মাধ্যমে কার্ড দেওয়া কমানো হয়েছে। যারা টিসিবি থেকে বাদ পড়েছেন, তাদের আয় বৃদ্ধি হয়নি, ফলে সর্বহারার একটি বৃহৎ গোষ্ঠী সৃষ্টি হচ্ছে।

তিনি অতীতে সরকারের চৌর্যবৃত্তির সুযোগসংবলিত উন্নয়ন প্রকল্পের প্রতি অভিযোগ করেন এবং বলেন, "মানুষের উন্নয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক কোনো কার্যকর উদ্যোগ নেই, যার ফলে উন্নয়ন টেকসই হয়নি।"

পাচারের টাকা ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, এজন্য কমিশন গঠন করা প্রয়োজন। কীভাবে বিদেশ থেকে টাকা ফেরত আনা যায়, তা দেখা উচিত। আমার মতে, রাজনৈতিক সমাধান প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য অপরিহার্য এবং রাজনৈতিক ঐক্য প্রয়োজন। অরাজনৈতিক সমস্যার সমাধানে রাজনৈতিক ঐক্য থাকা দরকার।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে