ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

২০২৫ জানুয়ারি ১৬ ২৩:৪৭:৪৮
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(৪) এর অধীনে বিচারকার্য পালনের স্বাধীনতা সুসংহত করার লক্ষ্যে, এবং প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছ প্রয়োগ নিশ্চিত করার জন্য এই অধ্যাদেশটি প্রণীত হয়েছে।

এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারক পদে যোগ্য ব্যক্তি নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে আইন ও বিচার বিভাগ এই অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করেছে।

বৈঠকে লেজিস্টেলিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন-সংক্রান্ত অধ্যাদেশকেও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নাম একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থায়নে পরিচালিত হয়, তাই তাদের নাম জেলা ভিত্তিক নামকরণের উদ্দেশ্যে সংশোধনের লক্ষ্যে ‘বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়।

সভায় রাজস্ব নীতি প্রণয়ন এবং সেই নীতির বাস্তবায়ন কার্যক্রম পৃথক করা সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে