ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

পূণ:মূল্যায়নে ১৩২ কোটি টাকার সম্পদ বৃদ্ধি

২০২৫ জুলাই ৩০ ১২:০৬:২৪
পূণ:মূল্যায়নে ১৩২ কোটি টাকার সম্পদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস লিমিটেড-এর জমি, কারখানা ভবন, গোডাউন এবং অন্যান্য অবকাঠামোর পূনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির সম্পদের মূল্য প্রায় ১৩২ কোটি টাকা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পূনর্মূল্যায়নের আগে এসব সম্পদের হিসাব অনুযায়ী মূল্য ছিল ২৪৫ কোটি ৩৭ লাখ টাকা। কিন্তু বর্তমান বাজারদরের ভিত্তিতে সম্পদের নতুন মূল্য দাঁড়িয়েছে ৩৭৭ কোটি ২৪ লাখ টাকা। এতে করে কোম্পানিটির মোট সম্পদ বেড়েছে ১৩১ কোটি ৮৭ লাখ টাকা।

এই পুনর্মূল্যায়নের কাজ করেছে হাওলাদার মারিয়া অ্যান্ড কোম্পানি, যেখানে নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফার্মের পার্টনার মোহাম্মদ গোলাম সারোয়ার।

সম্পদ পুনর্মূল্যায়নের এ ধরনের উদ্যোগ সাধারণত কোম্পানির প্রকৃত বাজারমূল্য প্রতিফলনের পাশাপাশি বিনিয়োগকারীদের কাছে কোম্পানির আর্থিক ভিত্তি আরও সুসংহতভাবে উপস্থাপন করে। তবে এই মূল্যায়ন সরাসরি আয় বা লভ্যাংশে প্রভাব ফেলে না, বরং কোম্পানির নিট সম্পদ (Net Asset Value) ও হিসাবনিকাশে পরিবর্তন আনতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে