ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

অনুদান চেয়ে ৭০ প্রতিষ্ঠানকে সাবেক সমন্বয়কের চিঠি 

২০২৫ জুলাই ৩০ ১০:৩০:১৯
অনুদান চেয়ে ৭০ প্রতিষ্ঠানকে সাবেক সমন্বয়কের চিঠি 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অনুদানের নামে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। "৩৬ জুলাই: মুক্তির উৎসব" শিরোনামে দুই দিনব্যাপী একটি কনসার্ট আয়োজনের জন্য তিনি ৭০টিরও বেশি প্রতিষ্ঠানে চিঠি পাঠান, যাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সুপারিশ—“স্ট্রংলি রিকমেন্ডেড”—যুক্ত ছিল।

জানা গেছে, আয়োজনে প্রস্তাবিত বাজেট ৬০-৬৫ লাখ টাকা। সিটি করপোরেশন থেকে ২ লাখ টাকা অনুমোদন মিললেও অধিকাংশ প্রতিষ্ঠান থেকে অনুদান প্রত্যাখ্যাত হয়েছে। এতে অনেকে প্রশ্ন তুলছেন—এ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য ও অর্থ সংগ্রহের পদ্ধতি কতটা গ্রহণযোগ্য?

চিঠিতে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, আপ্যায়নসহ নানা খাতে ব্যয়ের উল্লেখ রয়েছে, তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে—এই আয়োজনের স্বচ্ছতা ও উপাচার্যের আনুষ্ঠানিক সুপারিশের যৌক্তিকতা।

উপাচার্য নকীব বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতি শ্রদ্ধাশীল যেকোনো উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করি।” তবে সচেতন মহল বলছে, একাডেমিক প্রতিষ্ঠানের প্রশাসনিক সুপারিশ দেওয়ার আগে আরও যাচাই-বাছাই করা উচিত ছিল।

সালাউদ্দিন দাবি করেছেন, এটি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে করা একটি সাংগঠনিক উদ্যোগ, এবং তিনি সব অর্থের হিসাব প্রকাশ্যে আনবেন। তিনি অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে ‘মিডিয়া ট্রায়াল’ চলছে।

উল্লেখ্য, তিনি আরও জানান, রাজশাহীতে ভবিষ্যতে "বিজয় উৎসব" আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যা তিনি গত বছর ফেনীর বন্যার কারণে বাস্তবায়ন করতে পারেননি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে