ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

‘লাল কার্ড সমাবেশ’ করবে ঢাবি শিক্ষার্থীরা

২০২৫ জুলাই ৩০ ১২:০১:০৪
‘লাল কার্ড সমাবেশ’ করবে ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: গাজা ও ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নির্লিপ্ত ভূমিকাকে প্রতীকীভাবে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড সমাবেশের’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতি লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানাবেন।

আয়োজকরা জানান, “জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ফিলিস্তিনে চলমান গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদেই আমরা ‘লাল কার্ড র‍্যালি’ আয়োজন করেছি।”

‘বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সকল সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে