ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৫ জুলাই ৩০ ১৪:৫৩:৫২
৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন , স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং খান ব্রাদাস্‌ । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকারও বেশি।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ২ কোটি ৫৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ কোটি ২৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ২ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকার এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে