ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

সালমান ও শায়ানকে শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ জুলাই ৩০ ১৭:০২:১৪
সালমান ও শায়ানকে শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান রহমানকে শেয়ারবাজাারে আজীবন অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএসইসি জানায়, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো ক্যুপন বন্ড’-এর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার অভিযোগে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং শেয়ারবাজাার থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তার ছেলে আহমেদ শায়ান রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা ও আজীবন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এছাড়া, আইএফআইসি ইনভেস্টমেন্টসের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য শেয়ারবাজাার সংক্রান্ত সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম নেওয়া হবে এবং ব্যাংককে সতর্ক করা হয়েছে।

ক্রেডিট রেটিং সংস্থা এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারবাজাারের তৎকালীন মনোনীত পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, এনডিসি, কামরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু সরকার বিশ্বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির ‘শেয়ারবাজাার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ শ্রীপুর টাউনশিপ বন্ড ইস্যুর অনিয়ম ও বিধি লঙ্ঘনের তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেয়ার পর এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো ক্যুপন বন্ড’ ২০২৩ সালের ৪ জুন অনুমোদিত হয় এবং ১২ জুলাই সম্মতি পত্র ইস্যু করা হয়। বন্ডের নামের সঙ্গে IFIC ব্যাংকের নাম যুক্ত থাকলেও মূল ইস্যুয়া ছিল শ্রীপুর টাউনশিপ লিমিটেড। এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন বলে কমিশনের তদন্তে পাওয়া গেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে