ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

হাসিনার সঙ্গে তুলনায় বিপাকে আসিফ নজরুল

২০২৫ জুলাই ৩০ ১৩:৩৩:০৩
হাসিনার সঙ্গে তুলনায় বিপাকে আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে বর্তমান সময়ের রাজনৈতিক সহিংসতার তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজের বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডকে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চেয়েও “জঘন্য” বলে আখ্যায় দেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার দাবিতে আয়োজিত এক আলোচনা ও তথ্যপ্রদর্শনীতে ড. আসিফ নজরুল বলেন,“শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি।... মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন,“১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলার মতো কোনো ঘটনা বা ফুটেজ আমার জানা নেই। একজন আহত মুক্তিযোদ্ধাকে গুলি করার কোনো উদাহরণও দেখিনি। এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার মধ্যেও এমন কিছু ছিল না।”

তীব্র সমালোচনার মুখে রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন,“শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য... তবে তাই বলে একাত্তরের পাকিস্তানি বাহিনীর সঙ্গে তুলনা করা ঠিক হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন, আমি ১৯৭১ সালের গণহত্যাকে ছোট করে দেখিয়েছি—তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”

ড. আসিফ নজরুলের বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে সমালোচনা করলেও, কেউ কেউ সরকারবিরোধী নৃশংসতার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন।

একাত্তরের যুদ্ধাপরাধের ইতিহাস নিয়ে গবেষকরা বলছেন, এ ধরনের তুলনা ঐতিহাসিক সত্যকে খণ্ডিত করে এবং শহিদদের প্রতি অবমাননাকর হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে