ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা

২০২৫ জুলাই ৩০ ১৫:২০:৩৪
খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: প্রায় এক দশকের বিরোধ ও বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে ১৯৭১ সালের একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় প্রদান করে।

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। ওই ট্রাইব্যুনালে মোবারকের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল। ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়, মোবারক ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন এবং তিনি একটি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া নিরস্ত্র মুক্তিকামী বাঙালিদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন।

মোবারক হোসেন এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। চলতি বছরের ৮ জুলাই থেকে শুরু হওয়া আপিল শুনানি প্রায় তিন সপ্তাহ ধরে চলে। আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি শেষে আজ মোবারক হোসেনকে খালাসের রায় দেন।

আপিল বিভাগ রায়ে উল্লেখ করে, মামলায় প্রসিকিউশনের উপস্থাপিত প্রমাণসমূহ পর্যাপ্ত ছিল না এবং সাক্ষ্যপত্রের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। এছাড়া ট্রাইব্যুনালের রায়ে যে প্রক্রিয়াগত ঘাটতি ছিল, তা বিবেচনায় নিয়ে আপিল আদালত মোবারকের খালাস দিয়েছেন।

এই রায় দেশের মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ বিচারে নতুন প্রভাব ফেলতে পারে বলে আইন ও মানবাধিকার বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে