ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

গুলশানের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি 

২০২৫ জুলাই ৩০ ১৩:০২:৫৩
গুলশানের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ জুলাই) সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় কলাবাগান থানায় একটি নতুন মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”

গত ২৭ জুলাই (শনিবার) রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন:আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন,মো. সাকাদাউন সিয়াম,সাদমান সাদাব,মো. আমিনুল ইসলাম

তদন্ত সূত্রে জানা গেছে, এর একদিন আগেই—২৬ জুলাই—একই বাসা থেকে ১০ লাখ টাকা আদায় করে এই দলটি। পরদিন আরও ৪০ লাখ টাকা নিতে গেলে ধরা পড়ে তারা।

রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়, তবে তিনি ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করতেন। গ্রেপ্তারের পর তার অতীত রাজনৈতিক পরিচিতি, ছাত্র সংগঠনে সম্পৃক্ততা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে