ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে ড. মিজানুর রহমান আজহারী

২০২৫ জানুয়ারি ১০ ১৬:৩৩:৫৪
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে ড. মিজানুর রহমান আজহারী

সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজ মাঠে আয়োজিত আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে ৩৬তম তাফসীর মাহফিলের শেষ দিনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আলোচনা করবেন।

আজ (১০ জানুয়ারি) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, "সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (১১ জানুয়ারি) আমি সিলেটের এম সি কলেজ ময়দানে থাকবো, আঞ্জুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।"

এবারই প্রথম ড. আজহারী এই মাহফিলে বক্তব্য রাখবেন, এর আগে এই মাহফিলে ৩৫ বছর ধরে আলোচনায় ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। আয়োজকদের মতে, এবারের মাহফিলে ১০ লাখের অধিক মানুষের উপস্থিতি হতে পারে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং সাদা পোশাকে সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন, যাতে আগতরা নির্বিঘ্নে মাহফিল উপভোগ করতে পারেন।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে