ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

খলিলসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলায় ব্যাংক লুটপাটের চাঞ্চল্যকর অভিযোগ

২০২৫ জানুয়ারি ০৪ ১৮:৩৭:০৬
খলিলসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলায় ব্যাংক লুটপাটের চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রামভিত্তিক আরেক শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ২৯ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল। মামলাটি কঠোরভাবে গোপন রাখা হয়, তবে ১ জানুয়ারি মামলার বিষয়টি ফাঁস হয়ে যায়।

মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালকদের মধ্যে সিকদার গ্রুপের চার পরিচালক রন হক সিকদার, তার ভাই রিক হক সিকদার, মা মনোয়ারা সিকদার, বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ আরও অনেকে আসামি হিসেবে রয়েছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরীফুল ইসলাম, সাবেক পরিচালক জাকারিয়া তাহের, মাবরুর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. নায়েমুজ্জামান, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য মোয়াজ্জেম হোসেন, সাদ মুসা গ্রুপের স্বত্বাধিকারী ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, ন্যাশনাল ব্যাংকের এসইভিপি ও ব্যবস্থাপক নিজাম আহমেদ, ইসতিয়াক হাসান, ব্যাংকটির এসএভিপি ও অপারেশনস ম্যানেজার এএসএম হেলাল উদ্দিন এবং প্রিন্সিপাল অফিসার মো. আবু বক্কর রাসেল।

আসামিদের মধ্যে আরও রয়েছেন ন্যাশনাল ব্যাংকের এসএভিপি মোহাম্মদ মহসিন চৌধুরী, এভিপি মো. আখতার হোসেন, মো. আলমগীর হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নুরুন নবী, এসএভিপি হাছিনা সুলতানা, প্রিন্সিপাল অফিসার শেখ ফরিদ আহমেদ, ভিপি মোহাম্মদ আবু রাশেদ নোয়াব, ইভিপি অরুন কুমার হালদার, এসইভিপি ইফতেখার হোসেন চৌধুরী, ডিএমডি এএসএম বুলবুল, এএমডি মো. বদিউল আলম এবং চৌধুরী মোশতাক আহমেদ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতে জড়িত ছিলেন সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লোদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিন এবং ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএফএম শরীফুল ইসলামসহ ২৯ জন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার অনুমোদন দিয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা ঋণের অর্থ অন্য কাজে ব্যবহার করেছেন। সঠিকভাবে মনিটরিং না করে ও কাগুজে বিলের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুত সময়ে অনুমোদন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লোদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মোহসিনসহ সংশ্লিষ্টরা ৪৫৯ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এতে মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭২, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ করা হয়েছে।

এ মামলার মাধ্যমে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, ব্যাংক লুটপাট ও মানি লন্ডারিংয়ের অভিযোগ উত্থাপন করা হয়েছে। দুদকের তৎপরতা ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে সহায়ক হতে পারে।

কেএইচ

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে