ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিদেশে হোটেল-সুপারশপ রাজ্জাকের, যুক্তরাষ্ট্রে ১২ পেট্রল পাম্প

২০২৫ জানুয়ারি ০৪ ০৮:০৩:৪৩
বিদেশে হোটেল-সুপারশপ রাজ্জাকের, যুক্তরাষ্ট্রে ১২ পেট্রল পাম্প

নিজস্ব প্রতিবেদক: এমপি ও মন্ত্রী হওয়ার পর টাঙ্গাইলের মানুষের জীবনযাত্রার উন্নতি না হলেও গুলশান ও বনানীতে কয়েকটি ফ্ল্যাট এবং গ্রামে কোটি টাকারও বেশি ব্যয়ে আলিশান বাড়ি নির্মাণ করেছেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।

তিনি বিদেশেও নানা ব্যবসার মালিক। যেমন আমেরিকায় তার রয়েছে ১২টি পেট্রল পাম্পে শেয়ার। পাশাপাশি সে দেশে সুপারশপসহ অনেক প্রতিষ্ঠানের মালিক তিনি।

ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মামাতো ভাই রাব্বির মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এবং সিআইডির মামলায় রাব্বির নাম বাদ দিতে সহোযোগিতা করেন। গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

রাজনীতিতে আসার আগে আব্দুর রাজ্জাক সরকারী আমলা ছিলেন এবং ২০০১ সালে আওয়ামী লীগ থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত তার জীবনযাপন ছিল সহজ-সরল। খাদ্যমন্ত্রী হওয়ার পর তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে এবং তিনি আত্মীয়স্বজনদের পদ-পদবিতে বসাতে শুরু করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাঁর আত্মীয়দের মধ্য থেকে কাজ ভাগাভাগি করা হয় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় অন্যান্য ঠিকাদারদের জন্য।

টাঙ্গাইলে তার একক আধিপত্য ছিল, যেখানে টেন্ডার নিয়ন্ত্রণ ও ভূমি দখল করা হত। তার ভাই মুশুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু কায়ছারও কৃষিজমি দখলের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। রাজ্জাক ও তার পরিবার ইতিমধ্যেই অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন।

আব্দুর রাজ্জাক আমেরিকা ও সুইডেনপ্রবাসী ভাইদের কাছে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার ছোট ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রয়েছে সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়ায় হোটেল ব্যবসা।

রাজ্জাকের সহোদর বাচ্চু মিয়া থাকেন আমেরিকায়। সাবেক মন্ত্রীর সহযোগিতা ও মন্ত্রণালয়ে তদবির-বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। এসব টাকা আমেরিকায় পাচার করে ১২টি পেট্রল পাম্প করেছেন বাচ্চু মিয়া। অলিখিতভাবে সাবেক মন্ত্রী ডক্টর রাজ্জাক ওই পাম্পের শেয়ারহোল্ডার বলে জানা গেছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে