ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

আমরণ অনশনে এসআইবিএলের চাকরিচ্যুত কর্মকর্তারা

২০২৫ জানুয়ারি ০২ ১৬:৪১:২৮
আমরণ অনশনে এসআইবিএলের চাকরিচ্যুত কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এসআইবিএলের প্রধান কার্যালয়ের সামনে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা শান্তিপূর্ণ অবস্থান করছেন।

এ সময় চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, কোনো অগ্রিম নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ অনৈতিক ও জোরপূর্বক তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে।

এসআইবিএলের বিক্ষোভকারী এক কর্মকর্তা বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের কোন অপরাধ নাই। চাকরিতে পুনর্বহাল চাই। বাড়িতে অসুস্থ বাবা-মা। চাকরি হারিয়ে আমরা এখন অসহায়।

জানা গেছে, বিনা নোটিশে ৬৭২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে