ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফেসবুক আইডি নিখোঁজ আসিফ-হাসনাত-সারজিসের 

২০২৫ জানুয়ারি ০১ ২৩:৫৪:৩৯
ফেসবুক আইডি নিখোঁজ আসিফ-হাসনাত-সারজিসের 

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুক আইডি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম, ছাত্রনেতা সাইয়েদ আবদুল্লাহসহ আরও অনেকের ফেসবুক আইডিও নিষ্ক্রিয় হয়ে গেছে।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক জানিয়েছেন, তাদের কারও আইডি ডিজেবল বা নষ্ট হয়নি। বরং আইডিগুলোর সাথে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে তারা তাদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন।

সাইয়েদ আবদুল্লাহ এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে তাকে একটি মেসেজ পাঠানো হয় যে তার আইডিটি ডিজেবল করার চেষ্টা হচ্ছে। এরপর সিকিউরিটি নিশ্চিত করে তিনি তার আইডি রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু পরে দেখেন যে তার আইডিটি সাসপেন্ড করা হয়েছে।

তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাইবার টিম এ ঘটনার সাথে জড়িত। তিনি বলেন, সাসপেন্ড হওয়ার পর আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের টার্গেট করে এই কার্যক্রম চালানো হয়েছে। ফলে আজও অনেকের আইডি ডিজেবল হয়েছে।

এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকেই তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমও একটি পোস্টে উল্লেখ করেছেন, “বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিঅ্যাকটিভ করা হয়েছে।”

এদিকে, ‘Crack Platoon-Bangladesh Cyberforce’ নামের একটি পেজ থেকে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজনের আইডি ডিজেবল করা হয়েছে। তালিকার মধ্যে সাইয়েদ আবদুল্লাহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নামও রয়েছে।

অন্য এক স্ট্যাটাসে তারা দাবি করেছেন, “হাসনাত আবদুল্লাহর আইডি উড়িয়ে দেওয়ার পর তিনি ভীতিতে তার আইডি ডিজেবল করে রেখেছেন।”

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে