ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন সচিবালয়ে

২০২৫ জানুয়ারি ০১ ১৬:৫৭:২৩
৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে ৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন চাকরিপ্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন তা জানতে এবং আবারও তাদের অন্তর্ভুক্তির দাবিতে তারা এই অবস্থান নিয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) তারা সচিবালয়ের সামনে জড়ো হন।

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন।

সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে