ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পাক-ভারত সমঝোতায় নির্ধারিত সময়েই চ্যাস্পিয়ন্স ট্রফি

২০২৪ ডিসেম্বর ১৪ ১২:৩৪:৩৯
পাক-ভারত সমঝোতায় নির্ধারিত সময়েই চ্যাস্পিয়ন্স ট্রফি

ক্রীড়া ডেস্ক : অবশেষে কেটে গেল চ্যাস্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা। এক মাসের টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমঝোতার ফলে নির্ধারিত সময়ই হতে যাচ্ছে ২০২৫ সালের জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফি।

হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতা অনুসারে, ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইয়ে।

টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হলেও আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। বাকি ১০ ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে এই ম্যাচ দুটিও পাকিস্তানে হওয়ার আলোচনা চলছে।

শুরুতে আলোচনা ছিল, হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে পিসিবিকে বিশেষ ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে দুবাইয়ে ম্যাচ আয়োজনের জন্য বাড়তি অর্থ পাবে না পিসিবি।

ভারতের সঙ্গে পূরণ হয়েছে পিসিবির বেঁধে দেওয়া শর্তও। ভারতীয় দল পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পিসিবি শর্ত দিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। পিসিবির সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি। সে অনুসারে, ওই আসরের লিগ পর্যায়ে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে