ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফারুক হামলার পেছনে সারজিসের হাত! খোমেনীর বিস্ফোরক অভিযোগ

২০২৫ জানুয়ারি ০৫ ১২:১১:০৯
ফারুক হামলার পেছনে সারজিসের হাত! খোমেনীর বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান জাতীয় নাগরিক কমিটির নেতা সারজিস আলমের নাম উল্লেখ করেছেন।

শনিবার রাতে খোমেনী ইহসান তার ফেসবুক পোস্টে দাবি করেন, হামলার নেপথ্যে সারজিস আলম জড়িত। তিনি বলেন, "হামলাকারীরা এক সময় যুবদল করলেও বর্তমানে সারজিসের সঙ্গে যুক্ত।" খোমেনী আরও উল্লেখ করেন, হামলার বিষয়ে তার কাছে একটি অডিও ক্লিপ রয়েছে যেখানে সারজিস নাগরিক সমাবেশ বানচাল করার ষড়যন্ত্রের কথা বলেছেন।

খোমেনী ইহসান দাবি করেন, সারজিস আলম কোটাবিরোধী আন্দোলন এবং বিভিন্ন রাজনীতির সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিলেন এবং সেই সময়ে বহুবার তাদের ষড়যন্ত্র থামানোর চেষ্টা করা হয়েছিল। তবে, সে সময়ে তাদের বাধা দেওয়া সম্ভব হয়নি।

এছাড়া, খোমেনী আরও লিখেছেন, "সারজিস ৫ আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রেখেছি। সে সচিবালয়ে নিয়োগ বাণিজ্যে জড়িত ছিল এবং এ নিয়ে আমরা সরকারের কাছে আপত্তি জানাই।" খোমেনী দাবি করেন যে সারজিস হয়তো ভেবেছিল, 'নরমালাইজেশন' হয়ে গেছে এবং এখন সে ক্ষমতার ঊর্ধ্বে, কিন্তু তাকে জানানো হচ্ছে যে তার এই ধারণা ভুল।

ফারুকের ওপর হামলার ঘটনার পর জাতীয় বিপ্লবী পরিষদ হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। নবগঠিত দলের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান এবং সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

এছাড়া, খোমেনী আরও জানান যে, তিনি সরকারের কাছে একটি অডিও ক্লিপ জমা দিয়েছেন, যেখানে সারজিস আলম স্পষ্টভাবে বলছেন, "জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে শহীদ পরিবারের কেউ যোগ দিলে ভাল হবে না।"

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে