ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলতেই চমকে গেল সবাই

২০২৫ জানুয়ারি ০৫ ১৪:৪০:৩৯
১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলতেই চমকে গেল সবাই

নিজস্ব প্রতিবেদক : আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের নিচ তলা এবং ওপরের চার তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গত ২৫ ডিসেম্বরের অগ্নিকাণ্ডের পর, নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করে এবং ভবনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। অগ্নিকাণ্ডের পর, যেসব মন্ত্রণালয় ও বিভাগের অফিস এখানে ছিল, তারা বিকল্প জায়গায় কাজ চালিয়ে যায়।

আজ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে পাঁচ তলার পর (উপরের ফ্লোরগুলোতে) শুধু গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে পৌঁছায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে অষ্টম এবং নবম তলায় বেশি ক্ষতি হয়।

এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা আগুনের উৎস এবং কারণ অনুসন্ধান করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করবে।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে