ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাদ পড়লেন অধিনায়ক রোহিত, কারণ জানালেন বুমরাহ

২০২৫ জানুয়ারি ০৩ ১১:২৫:৫২
বাদ পড়লেন অধিনায়ক রোহিত, কারণ জানালেন বুমরাহ

ভারতীয় ক্রিকেটের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, যা আগে থেকেই গুঞ্জন ছিল। একাদশ ঘোষণা হওয়ার পর সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হয়েছে। তবে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহ তার বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন।

ভারতের ড্রেসিংরুমে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক এবং দলে অশান্তি নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হলেও, বুমরাহ এসব খবর অস্বীকার করেছেন। টসের পর তিনি বলেন, "আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু অধিনায়ক নিজের ইচ্ছায় দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় আমাদের দলের একতা কতটা দৃঢ়। কেউ নিজে খেলার জন্য খেলেন না, সবসময় দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।"

রোহিতের বাদ পড়ার কারণ সম্পর্কে বুমরাহ স্পষ্ট কিছু বলেননি, তবে সম্ভবত তার অফফর্মই এর কারণ। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে তিনি খেলেননি, এবং পরবর্তী দুই টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করেও সফল হননি। মেলবোর্নে ওপেন করেও ব্যর্থ হন, মোট তিন টেস্টে তার রান ছিল মাত্র ৩১।

সিডনি টেস্টের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেছেন, "বুমরাহ টসের সময় আমাকে জানায়, অধিনায়ক নিজে দলের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত জানায়, শুবমান খেললে দল বেশি শক্তিশালী হবে। এটি তখনই ঘটে যখন একজন মানসিকভাবে প্রস্তুত না থাকে। অধিনায়ক হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন, তবে রোহিত সেই সিদ্ধান্ত নিয়েছে।"

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে