ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টাকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ শামসুজ্জামান দুদুর

২০২৫ জানুয়ারি ০৫ ১৪:৩৭:৪৯
প্রধান উপদেষ্টাকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ শামসুজ্জামান দুদুর

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচন দিয়ে সসম্মানে ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন।

রোববার (০৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বিএনপিকে গরিব ও মধ্যবিত্তের দল হিসেবে উল্লেখ করে বলেন, “সরকারের দায়িত্ব হলো মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা এবং শঙ্কা দূর করা। কিন্তু সচিবালয় এখনো আওয়ামী লীগের লোকেদের হাতে রয়েছে।”

তিনি আরও বলেন, "নির্বাচন দেন, এটা একটি সহজ পথ; সসম্মানে ঘরে ফিরুন। কেন ভয় পাচ্ছেন? আপনাকে যেমন ফুলের মালা দিয়ে বসিয়েছি, ঠিক সেভাবেই বিদায় জানাতে চাই।"

মামুন/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে