ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

বরিশালকে হারিয়ে রংপুরের টানা তৃতীয় জয়

২০২৫ জানুয়ারি ০২ ২১:৫৪:২৮
বরিশালকে হারিয়ে রংপুরের টানা তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক: ফরচুন বরিশালের ব্যাটিং লাইন আপকে ১২৪ রানে থামিয়ে প্রাথমিক কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন রংপুর রাইডার্সের বোলাররা। দ্বিতীয় ইনিংসে রংপুরের ব্যাটাররাও নিজেদের কাজটি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। ১৫ রানের মধ্যে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ১১৩ রানের অপরাজিত জুটির ফলে রংপুর ৮ উইকেটে জয়লাভ করেছে।

বরিশালের বিপক্ষে আজকের জয়টি বিপিএলের একাদশতম আসরে রংপুরের টানা তৃতীয় জয়। এর আগে, প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে এবং দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে পরাজিত করে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি ৩০ বল বাকি থাকতেই জয় পেয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন নাজমুল হোসেন শান্ত (৯)। দলীয় ২৫ রানে শেখ মেহেদী হাসানের বল ধরতে গিয়ে তিনি আউট হন।

৪২ রানে দ্বিতীয় উইকেট হিসেবে বিদায় নেন তাওহিদ হৃদয়। তামিম ইকবালও (২৮) বেশি সময় ব্যাটিংয়ে টিকতে পারেননি এবং নাহিদ রানার বলে বোল্ড হন। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিম ৭৪ রানে দলকে পৌঁছে দেন। কিন্তু এরপর ঘটে ছন্দপতন; ৭৪ থেকে ১০৬ রানের মধ্যে ফিরে যান ৬ ব্যাটার।

বরিশালের ইনিংসের শেষ কিস্তিতে মোহাম্মদ নবী ১৯ বলে ২১ রান করে দলকে ১২৪ রানে নিয়ে যান। তার ১৬ রান সংযুক্ত হয় নাহিদ রানার করা ১৮তম ওভারে। বরিশালের পক্ষে সেরা বোলার ছিলেন খুশদিল শাহ, যিনি ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন।

রংপুরের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ১৫ রানে অভিষিক্ত ক্রিকেটারদের হারানোর পরে বরিশালের বোলাররা আর কোন সাফল্য দেখাতে পারেনি। অ্যালেক্স হেলস ৪১ বলে ৪৯ এবং সাইফ হাসান ৪৬ বলে ৬২ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তাদের ১১৩ রানের অংশীদারিত্বে রংপুর ৮ উইকেটে জয় নিশ্চিত করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে