ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

পতনে দিশেহারা ‘এ’ গ্রুপের সাত শেয়ারের বিনিয়োগকারীরা

২০২৪ আগস্ট ১৭ ১৮:২৫:৩২
পতনে দিশেহারা ‘এ’ গ্রুপের সাত শেয়ারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : সরকারের পট পরিবর্তনের পর গত ৮ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৭৪ পয়েন্ট। এই সময়ে বিএনপি ও জামায়াতপন্থী কোম্পানিগুলোর শেয়ার দরে ছিল বড় উল্লম্ফন। অনেক শেয়ারের দাম ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে, আওয়ামী ঘরোনার সব কোম্পানির শেয়ার দরে ছিল বড় পতন। তবে আওয়ামী কোম্পানিগুলোর পাশাপাশি ভিত্তিহীন গুজবে আরও অনেক কোম্পানির শেয়ারে ধস ছিল চোখে পড়ার মতো।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা, বিদায়ী সপ্তাহে (১২-১৫ আগস্ট) ‘এ’ ক্যাটাগরির সাত কোম্পানির শেয়ার দরে ছিল পতনের বড় ঝাপ্টা। এরমধ্যে বেশিরভাগ কোম্পানির মালিকানায় আওয়ামী লীগ নেতারা।

কোম্পানিগুলো হলো-নাভানা ফার্মা, সোনালী পেপার, এমারেন্ড ওয়েল, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সী ফুড, আমান ফিড ও প্যারামাউন্ট ইন্সুরেন্স। আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর দর কমেছে ১৪ শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত।

এদিকে, আওয়ামী ঘরোনা ভিত্তিহীন গুজবে ‘এন’ গ্রুপের দুই শেয়ারেও ছিল পতনের মাতম। কোম্পানি দুটি হলো-এশিয়াটি ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগ লিমিটেড। গুজবের মুখে কোম্পানি দুটির শেয়ার দর কমেছে ১০ শতাংশের বেশি।আগের সপ্তাহেও শেয়ার দুটির দর কমেছে উল্লেখযোগ্যভাবে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে