ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

টার্নওভারের তিন কোম্পানির বেহাল দশা

২০২৪ আগস্ট ১৭ ১২:০০:১৮
টার্নওভারের তিন কোম্পানির বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১২-১৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের তালিকায় ১০ কোম্পানির মধ্যে ছিল গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, আইএফআইসি, টেকনো ড্রাগ, সী পার্ল ও এবি ব্যাংক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে শেষ কর্মদিবস বৃহস্পতিবার সিটি ব্যাংক, রবি আজিয়াটা, আইএফআইসি, টেকনো ড্রাগ, সী পার্ল ও এবি ব্যাংকের শেয়ার শেষ বেলায় ক্রেতাশুন্য অবস্থায় ছিল।

কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক, রবি আজিয়াটা, আইএফআইসি ও এবি ব্যাংকের শেয়ারদর সপ্তাহের শুরুর দিকে বেশ ইতিবাচক অবস্থায় ছিল। বৃহস্পতিবার বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ারে মুনাফা তোলাতে শেয়ারদর নেতিবাচক ছিল এবং সেল প্রেসারে দিনের শেষ ভাগে ক্রেতাশুন্যতার মুখে পড়ে যায়।

অন্যদিকে, মৌলভিত্তির তিন কোম্পানি গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর শেয়ারদর শেষ কর্মদিবসেও ইতিবাচক ছিল। আর স্কয়ার ফার্মার শেয়ারদর আগের কর্মদিবসগুলোতে ইতিবাচক থাকলেও বৃহস্পতিবার নেতিবাচক অবস্থার দিকে টার্ন নেয়।

অপরদিকে, টেকনো ড্রাগ ও সী পার্লের শেয়ারের মধ্যে সপ্তাহের শেষ তিন কর্মদিবসে টেকনো ড্রাগের শেয়ার ছিল সর্বনিম্ন দামে ক্রেতাহীন। আর সী পার্লের শেয়ার সপ্তাহজুড়েই ছিল সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য। কোম্পানিটির শেয়ার আগের সপ্তাহেও ক্রেতাশুন্যতার বৃত্তেই ছিল।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে