ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে

২০২৪ আগস্ট ১৭ ১১:৪২:১৪
ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ আগস্ট) কিছুটা পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। তবে সপ্তাহটিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫১ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে ডিএসইতে বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৭১ কোটি ২৬ লাখ টাকা বা ৫৩.৫৭ শতাংশ বেড়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে