ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

দুই বছর পর শেয়ারবাজারের নেতৃত্বে গ্রামীণফোন

২০২৪ আগস্ট ১৭ ০৭:১০:২৬
দুই বছর পর শেয়ারবাজারের নেতৃত্বে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সর্বোচ্চ মূলধনী কোম্পানি গ্রামীণফোন দেশের শেয়ারবাজারে দুই বছর পর লেনদেনের নেতৃত্বে ফিরেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক টার্নওভার চার্টে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো কোম্পানিটি শীর্ষ স্থানে উঠে এসেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার খবর আসার পর থেকেই গ্রামীণফোনের শেয়ারের লেনদেন ও দামে উল্লম্ফন দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা দুই বছর পর নতুন আশা নিয়ে মৌলভিত্তির এই শেয়ারে ফিরেছেন।

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় যে ১০টি কোম্পানির শেয়ার এসেছে, বেশিরভাগই মৌলভিত্তি কোম্পানির শেয়ার। ডিএসইর টার্নওভার তালিকায় থাকা এই ১০ শেয়ার ডিএসইর মোট টার্নওভারের ৩০ শতাংশ দখলে নিয়েছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে ডিএসইর মোট লেনদেনেও বড় উল্লম্ফন দেখা গেছে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর মোট লেনদেন বেড়েছে ৩ হাজার ৭১২ কোটি ৭০ লাখ টাকা বা ৫৩.৫৭ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সুশাসন ফিরে আসার বিষয়ে আশাবাদী বিনিয়োগকারীরা। তাদের আশা নতুন সরকার শেয়ারবাজারের সুবিধার জন্য কিছু কাঠামোগত পরিবর্তন করতে পারে।

এছাড়া, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারণে দেশের শেয়ারবাজারের প্রতি নতুন করে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হতে পারে। বাংলাদেশের শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বিদেশিরা আবারও ফিরে আসতে পারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি মাথায় রেখেই বিনিয়োগকারীরা গ্রামীণফোনের শেয়ারে বিনিয়োগকারীরা বেশি ছুটছেন। কারণ তাদের বিশ্বাস বিদেশি বিনিয়োকারীদের গ্রামীণফোনের শেয়ারেই বেশি আগ্রহ থাকবে।

একটি শীর্ষ ব্রোকারেজ হাউজের সিইও বলেন, চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মাসে গ্রামীণফোনের মুনাফা বৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগামী ত্রৈমাসিকে ব্যবসায়িক বৃদ্ধির পূর্বাভাস বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে দিয়েছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে