ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে মূলধন ফিরেছে ৫,০৫১ কোটি টাকা

২০২৪ আগস্ট ১৬ ১৪:৫৬:৫৬
সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে মূলধন ফিরেছে ৫,০৫১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১২ আগস্ট-১৫ আগস্ট) শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ৫ হাজার ৫১ কোটি টাকা। পাশপাাশি লেনদেন বেড়েছে ৫৩.৫৭ শতাংশ। তবে ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ২১ পয়েন্ট। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ হাজার টাকা। সপ্তাহের শুরুতে উদ্বোধনী মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১ কোটি ৩০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ০.৭২ শতাংশ বা ৫ হাজার ৫১কোটি ১০ হাজার টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ৩ হাজার ৭১২ কোটি ৭০ লাখ টাকা বা ৫৩.৫৭।

বিদায়ী সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩৪ কোটি ৯৬ লাখ টাকা। গড়ে লেনদেন বেড়েছে ৫৩.৫৭ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে। আগের সপ্তাহে ছিল ৫ হাজার ৯২৪ পয়েন্ট। সূচক কমেছে ২০.৯৭ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, অপরিবর্তিত ছিল ১৫টির এবং ২৭৮টির দর কমেছে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজুমার কেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স।সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৭.২৭ শতাংশ।

অপরদিকে, সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ দরপতন হয়েছে জিকিইউ বলপেনের। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১৩.৯৯ শতাংশ।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে