ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিএসইসি’র আরও দুই কমিশনারের পদত্যাগ

২০২৪ আগস্ট ১২ ১০:৩৬:২২
বিএসইসি’র আরও দুই কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের পর এবার আরও দুই কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন- অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

বিএসইসি সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ড. শেখ শামসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

অন্যদিকে, ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। তিনি ২০২২ সালের ৮ মে বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে