ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সেলিব্রেটিদের সম্পর্কের কথা গোপন রাখার রহস্য জানালেন মাহি

২০২৪ মে ১৬ ২১:৫৪:৫৮
সেলিব্রেটিদের সম্পর্কের কথা গোপন রাখার রহস্য জানালেন মাহি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, যখন কেউ জনপ্রিয় হয়ে ওঠে, তখন সে সবার ভালোবাসার মানুষ। একজনের ভালোবাসার মানুষ তখন হয়ে থাকাটা অনেক কঠিন। তিনি বলেন, যে কারণে পার্টনার অনেক সময় ঈর্ষান্বিত হয়; এটা স্বাভাবিক।

এই জায়গা থেকেই অনেক সময় সম্পর্ক টানাপোড়েন শুরু হয় বলে মনে করেন ছোট পর্দার এই অভিনেত্রী।

তিনি বলেছেন, এসব কারণে সেলিব্রেটিদের অনেকে গোপন করতে চায়। নজরও অনেক বড় একটা ফ্যাক্ট; এজন্যও অনেকের সম্পর্ক ভেঙে যায়।

ব্যক্তিগত জীবন নিয়ে মাহি বলেন, সবাই জানে আমার রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে। বাকিটা আস্তে আস্তে জানুক। আমরা প্রায় তিনবছর একসঙ্গে রয়েছি।

তিনি বলেন, সে আমার পেশাকে সম্মান করে, আমিও করি। পাবলিক ফিগারকে দুইটি মানসিকতা নিয়ে আসা উচিত। মানুষ তাকে ভালো বলবে, আবার খারাপও বলবে। দুটোকেই ইতিবাচকভাবে নিতে হবে।

মানুষ রিলেশনশিপ স্ট্যাটাস গোপন রাখার কারণ হিসেবে মাহি মনে করেন, বেশিরভাগ মানুষ রিলেশনশিপ স্ট্যাটাস গোপন করতে পছন্দ করে, কারণ সম্পর্ক শেষ পর্যন্ত যদি বিয়ে পর্যন্ত না গড়ায়।

তিনি আরো বলেন, বর্তমান জেনারেশনে একজনের সঙ্গে লম্বা সময় থাকাটা খুব কম দেখা যায়। এখন সবাই খুব স্বাধীন। হয়তো অন্য কেউ আরেকটা মতামত দিলে আমরা পছন্দ করি না। মিডিয়া যেহেতু হাইলাইটের জায়গা, পার্টনার অনেক সময় এটা ভালোভাবে নেয় না।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে