ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

চল্লিশে এসে রুনা খানের উপলব্ধি

২০২৩ ডিসেম্বর ২৯ ১৫:৩৩:৫৮
চল্লিশে এসে রুনা খানের উপলব্ধি

বিনোদন ডেস্ক : চল্লিশ বছর বয়সে এসে অভিনেত্রী রুনা খান এখন জীবন চলার পথ নিয়ে নতুন চিন্তাভাবনা করছেন। তিনি এখন হিসাব করে মানুষের সাথে চলেন।

অভিনেত্রী বলেন, কিছুদিন আগেও মানুষের সঙ্গে প্রাণখুলে মিশেছি, কথা বলেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। মানুষের কাছে গিয়ে মানুষকে চেনার চেষ্টা করেছি। এখন যারা সারাক্ষণ পরচর্চায় লিপ্ত, যাদের সঙ্গে চললে ইতিবাচক কিছু পাই না, তাদের এড়িয়ে চলছি। আমার কাছে মনে হয়, যে মানুষটি খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে, যে ঘুষ খাচ্ছে, সেই আবার অন্যের বদনাম করছে। এসব মানুষ থেকে দূরে থাকছি।

এই চল্লিশ বছর বয়সে আমার চিন্তাভাবনা হচ্ছে, যতদিন বাঁচবো, আমার দ্বারা যেন কোনো প্রাণীর ক্ষতি না হয়। আমি যেন কাউকে মানসিকভাবে হলেও কষ্ট না দেই। আর দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন।

এদিকে, নতুন বছরে রুনা খানের দুইটি সিনেমা এবং দুইটি ওয়েব ফিল্ম মুক্তি পাবে। সিনেমা দুটি হচ্ছে, মাসুদ পথিক পরিচালিত ‘বক’ ও কৌশিক শংকর দাস পরিচালিত ‘দাফন’। ওয়েব ফিল্মের মধ্যে রয়েছে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘শোধ’ ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’।

রুনা খান বলেন, দু’টি সিনেমা এবং ওয়েব ফিল্ম নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস, ২০২৪ হবে আমার জন্য অভিনয়ে আরো প্রাপ্তির বছর।

শেয়ারনিউজ, ২৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে