ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

শাহরুখের বাড়িতে থাকতে খরচ কত?

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৮:০৭:২২
শাহরুখের বাড়িতে থাকতে খরচ কত?

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বক্স অফিসে রাজ করছেন বলিউডের কিং শাহরুখ খান। গতকাল বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান। এরপর থেকেই রীতিমতো সুনামি নেমেছে বক্স অফিসে। সিনেমাটি পাঠানের রেকর্ড ভাঙবে বলে মনে করা হচ্ছে।

বলিপাড়ায় শাহরুখের দাপট যেমন অব্যাহত, ব্যবসায়ও শাহরুখের দাপট অব্যাহত রয়েছে। তিনি রেড চিলিস থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এমনকি বাসা ভাড়াও দেন শাহরুখ। কিন্তু এটা মান্নাত নয়। ভাড়া দেন তার লস অ্যাঞ্জেলসের একটি প্যালেস।

বাড়িটির নাম গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা। যেখানে থাকতে আপনাকে খরচ করতে হবে বিশাল অঙ্কের টাকা। এই বিলাসবহুল বাড়িতে রয়েছে ছয়টি বড় বড় কামরা। বাড়িটির রং সাদা। প্রবেশের মুখেই ড্রয়িংরুমে রয়েছে বড় একটি সোফা। আর তার পাশেই রয়েছে বই পড়ার ব্যবস্থা। পাশাপাশি রয়েছে সুইমিং পুলও। সঙ্গে মিলবে একটি জাকুজিও।

শাহরুখ খান মাঝে মাঝে এই বাড়িতে থাকতে আসেন। তবে সে বাসা ভাড়াও দেন। বাড়িটির ভাড়া ভারতীয় মুদ্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা বলে জানা গেছে। ইমতিয়াজ আলীর ‘জব হ্যারি মিট সেজাল’ ছবির শুটিংয়ের সময় বাদশা খান এই বাড়িতে অনেকটা সময় কাটিয়েছেন।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে