ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

'এ' ক্যাটাগরিতে স্থান পেল তালিকাভুক্ত দুই কোম্পানি

২০২৬ জানুয়ারি ১৮ ১৯:২৬:১১
'এ' ক্যাটাগরিতে স্থান পেল তালিকাভুক্ত দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত দুই কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটিকে বর্তমান ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানি দুটির এই নতুন ক্যাটাগরি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ আগামীকাল থেকে শেয়ারবাজারে কোম্পানি দুটি 'এ' ক্যাটাগরির অধীনে লেনদেন শুরু করবে।

মূলত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড সফলভাবে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ সম্পন্ন করায় এই পদোন্নতি দেওয়া হয়েছে।

উভয় কোম্পানিই তাদের শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রদান করে এবং তা সময়মতো বিতরণ নিশ্চিত করে, তবে তারা 'এ' ক্যাটাগরিতে স্থান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। খান ব্রাদার্স এবং জিকিউ বলপেন উভয়ই সেই শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে।

ক্যাটাগরি পরিবর্তনের ফলে এই কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগের চেয়ে কিছুটা উন্নত সুবিধা পাবেন। সাধারণত 'এ' ক্যাটাগরির শেয়ারগুলোতে মার্জিন ঋণের সুবিধা এবং লেনদেনের নিষ্পত্তির সময়সীমা বিনিয়োগকারীদের জন্য বেশি সুবিধাজনক হয়। দীর্ঘ সময় পর কোম্পানিগুলোর এই অগ্রগতি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার সৃষ্টি করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে