ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

নীতির মঞ্চে প্রথম উপস্থিতি, শোনার বার্তা জাইমা রহমানের

২০২৬ জানুয়ারি ১৮ ২০:৫৬:৪৯
নীতির মঞ্চে প্রথম উপস্থিতি, শোনার বার্তা জাইমা রহমানের

নিজস্ব প্রতিবেদক: ভিন্ন আবেগ ও অনুভূতি নিয়ে জনসমক্ষে দাঁড়ানোর কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেছেন, তিনি এসেছেন শেখার মানসিকতা নিয়ে এবং সবার সঙ্গে মিলেই এগিয়ে যেতে চান। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যেই থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রথমবারের মতো বক্তব্য দেন জাইমা রহমান। এটিই ছিল নীতি–পর্যায়ে তাঁর প্রথম প্রকাশ্য বক্তব্য।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও মতাদর্শের মানুষ অংশ নেন।

নিজের বক্তব্যে জাইমা রহমান বলেন, তিনি এমন কেউ নন যিনি সব সমস্যার সমাধান জানেন বা সব প্রশ্নের উত্তর তাঁর কাছে আছে। তবে তিনি বিশ্বাস করেন, নিজের অবস্থান থেকে হলেও সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার ইচ্ছা প্রত্যেকের থাকা উচিত।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে উপস্থিত সবাই এক ধরনের মানুষ নন। সবার অভিজ্ঞতা, চিন্তা ও দৃষ্টিভঙ্গি আলাদা। তবু সবাই এক জায়গায় বসে আলোচনা করছেন, কারণ সবার চিন্তার কেন্দ্রে দেশ ও দেশের মানুষ। এই ভিন্নতার মধ্যেই একে অপরের কথা শোনা ও আলোচনা করাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।

দেশের উন্নয়নে নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে উপেক্ষা করে কোনো দেশ টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশ খুব বেশি দূর এগোতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অর্থায়নে প্রবেশাধিকার। বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন। ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের এই বিষয়ে অগ্রাধিকার দিতে হবে বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, নারীরাই মূলত অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নারীদের সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ আসবে বলেও তিনি সতর্ক করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে