ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

আড়াই মাসের উচ্চতায় সূচক, শক্ত অবস্থানে ৮ খাত

২০২৬ জানুয়ারি ১৮ ১৭:১৫:২৬
আড়াই মাসের উচ্চতায় সূচক, শক্ত অবস্থানে ৮ খাত

নিজস্ব প্রতিবেদক : সূচকের শক্ত উত্থানের মধ্য দিয়ে আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে দেশের প্রধান শেয়ারবাজার। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পায়। বাজারের এই ইতিবাচক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ দেখা গেছে ৮টি খাতের শেয়ারে। ফলে এদিন এসব খাতে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দর কমেনি। ডিএসইর বাজার পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

চাহিদার শীর্ষে থাকা খাতগুলো হলো— ব্যাংক, সিরামিকস, তথ্য প্রযুক্তি, পাট, বিবিধ, কাগজ ও প্রকাশনা, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ।

ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টি ব্যাংক এদিন লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫টির শেয়ারের দর বেড়েছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে। এই খাতে সর্বোচ্চ দর বেড়েছে এসবিএসি ব্যাংক-এর। ব্যাংকটির শেয়ারদর ৩০ পয়সা বা ৪ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৪০ পয়সায়। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১১ লাখ ৩১ হাজার টাকার।

সিরামিকস খাতের তালিকাভুক্ত সব ৫টি কোম্পানির শেয়ারের দরই বেড়েছে। এদের মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মুন্নু সিরামিকস-এর। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১ টাকায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকার।

তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির প্রতিটিরই শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। এ খাতে সর্বোচ্চ দর বেড়েছে জেনেক্স ইনফোসিস-এর। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৩০ পয়সায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার।

পাট খাতের তালিকাভুক্ত ৩টি কোম্পানির শেয়ারদরই বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নর্দার্ন জুট-এর। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮০ পয়সায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ৩ লাখ টাকার।

বিবিধ খাতের ১৫টি কোম্পানির মধ্যে ১৩টি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২টির শেয়ারদর বেড়েছে এবং একটি অপরিবর্তিত রয়েছে। এ খাতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জিকিউ বলপেন-এর। কোম্পানিটির শেয়ারদর ১৮ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০২ টাকা ৮০ পয়সায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার।

কাগজ ও প্রকাশনা খাতের ৬টি কোম্পানির শেয়ারদরই ঊর্ধ্বমুখী ছিল। এ খাতে সর্বোচ্চ দর বেড়েছে বসুন্ধরা পেপার মিলস-এর। কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা বা ৩ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ৪ লাখ ৩৩ হাজার টাকার।

টেলিকমিউনিকেশন খাতের ৩টি কোম্পানির শেয়ারদরই বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে গ্রামীণ ফোন-এর। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ টাকা ৪০ পয়সায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকার।

ভ্রমণ ও অবকাশ খাতে লেনদেন হওয়া ৫টি কোম্পানির মধ্যে ৪টির শেয়ারদর বেড়েছে। এ খাতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পেনিনসুলা-এর। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সায়। দিনশেষে শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২ লাখ ৩৬ হাজার টাকার।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে